Tuesday, January 17, 2017

ডিপজলের এক কোটি টাকা পেলেন শিরিন



ডিপজলের এক কোটি টাকা পেলেন শিরিন


 
ইয়াসিন ইফাতঃ দীর্ঘ বিরতির পর চলতি বছরে শুরু হয়েছে ডিপজল অভিনীত নতুন সিনেমা “এক কোটি টাকা” ডিপজলের বিপরীতে অভিনয় করছেন গ্লামারস কন্যা আঁচল। সাথে আছে বাপ্পী এবং শিরিন শিলা।

শিরিন এর পূর্বে ছবিতে অভিনয় করার কথা ছিল নায়িকা অমৃতার। হঠাত করে সেখানে চলে এসেছেন শিরিন শিলা। 

অমি বনি কথাচিত্র প্রযোজিত পরিবেশিত ছবিটি পরিচালনা করেছেন ছটকু আহমেদ। তিনি জানান তিনি সাভার থেকে ঢাকাতে গেছেন এখনো এ ব্যাপারে কিছু জানেন না। 

 এ দিকে আজ ডিপজলের বাড়িতে ছবিটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন নায়িকা শিরিন শিলা। এ সময় শিরিন শিলার সাথে আরো ছিলেন খল অভিনেতা জিয়া গুরু। 

উল্লেখ্য যে, হিটম্যান চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখালেন মিস্টি মেয়ে শিরিন শিলা। এর পর একে একে মুক্তি পেয়েছে বেশ কিছু চলচ্চিত্র।

No comments:

Post a Comment