ইয়ারকি করতে আসছে মাশুক
ইয়াসিন ইফাতঃ চলতি বছরের শুরুর দিকেই আসছে নতুন বাংলা টিভি চ্যানেল “বাংলা টিভি”। সকল শ্রেণীর
দর্শকদের কথা মাথায় রেখে ইতি মধ্যে তৈরি শুরু হয়েছে বেশ কিছু অনুষ্ঠান। ঠিক এমন ই
একটি অনুষ্ঠান “ইয়ারকি স্ট্রিট”।
দেশের বিভিন্ন স্থানের বিভিন্ন কলেজ
ক্যাম্পাসে অনুস্থিত হবে ফান ম্যাগাজিন “ইয়ারকি স্ট্রিট”। বাংলা টিভির প্রযোজনা আর
সাখাওয়াত লিটন এর পরিচালনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করবে এই সময়ের উদীয়মান উপস্থাপক
মাশুক সিদ্দিক।
মাশুক সিদ্দিক সর্বপ্রথম পর্দায় আসেন শিশু
শিল্পী হিসেবে এন টিভির জনপ্রিয় অনুষ্ঠান “শাপলা কুঁড়ি” এর উপস্থাপনার মাধ্যমে । এর পরে মাই টিভিতে “নব আনন্দে জাগো” অনুষ্ঠানের মাধ্যমে উপস্থাপনা শুরু করে। সাবলীল এবং শুদ্ধ
বাংলা উচ্চারন আর নায়ক সুলভ চেহারাকে হাতিয়ার করে একে একে উপস্থাপনা করেছে বৈশাখী
টিভি, মাই টিভি, চ্যানেল নাইন সহ বেশ কিছু বেসরকারী টিভি চ্যানলে। বর্তমানে হাতে
রয়েছে দীপ্ত টিভির জনপ্রিয় কৃষি বিষয়ক অনুষ্ঠান “দীপ্ত কৃষি”, বাংলা টিভির “ইয়ারকি
স্ট্রিট” সহ বেশ কিছু কাজ।
দীপ্ত টিভির উপস্থাপনায় ইতিমধ্যে বেশ সুনাম
কুড়িয়েছে প্রতিভাবান এই উপস্থাপক। থিয়েটার
বেইলী রোড এর একজন নিয়মিত মঞ্চ অভিনেতা মাশুক সিদ্দিক নাচে ও যথেষ্ট পারদর্শী । এন টিভি তে আব্দুল্লাহ আল মামুন পরিচালিত নাটক “এক জীবনে” সহ বেশ কিছু
নাটক করেও বেশ প্রশংসিত হয়েছেন মাশুক।
উল্লেখ্য যে আজ ৫ জানুয়ারী মুন্সীগঞ্জের
সরকারী হরগঙ্গা কলেজে চলছে “ইয়ারকি স্ট্রীট” এর একটি পর্বের শুটিং।
No comments:
Post a Comment