Thursday, January 5, 2017

ঢালিউড বলিউড এবার একসাথে কাঁপাবে টালিউড




ঢালিউড বলিউড এবার একসাথে কাঁপাবে টালিউড



ইয়াসিন ইফাতঃ বলিউডের নামকরা অভিনেত্রী হেমা মালিনী ও এই সময়ের জনপ্রিয় সেলিব্রেটি সানি লিয়ন এবং বাংলাদেশের নায়ক রোশান নায়িকা পরীমনি এবার একই ফ্রেমে এক সাথে আসছে তবে বলিউডের কিংবা ঢালিউডের সিনেমাতে নয়। তারা অভিনয় করবেন টালিউডে অর্থাৎ কলকাতার বাংলা সিনেমায়। ছবিটির নাম রাখা হয়েছে “ ভালবাসা গুনাহ হ্যাঁয়” 

এমনটাই জানালেন ছবিটির পরিচালক এল হাসান। তিনি জানান কলকাতায় “রক্ত” সিনেমার শুটিং এর সময় দেখা হয় পরীমনি ও রোশানের সাথে তখনি ভাবি ওদেরকে নিয়ে কলকাতার ছবি করব কিন্তু পরীমনির শিডিউল এবং রোশানের জাজ এর এর সাথে চুক্তি এই দুইটা বাধা হয়ে দাড়ায়। কিন্তু সব বাধা শেষ করে জাজ অনুমতি দেয় রোশান কে আর পরীমনির ও শিডিউল পাওয়া যায় মার্চ থেকে।

তাই আগামী মার্চ এর ১০ তারিখ  থেকে টানা ১মাস কলকাতা এবং ব্যাংককে চলবে ছবিটির শুটিং। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করবেন “রক্ত” খ্যাত জুটি রোশান-পরী আর ছবিটির আইটেম গানে নাচবেন সানি লিয়ন আর রোশানের মায়ের চরিত্রে অভিনয় করছেন হেমা মালিনী। 

উল্লেখ্য যে, ছবিটির শুটিং শুরুর আগে কলকাতায় সংবাদ সম্মেলন করবেন পরিচালক এল হাসান।

No comments:

Post a Comment