Friday, May 8, 2015

দর্শক হৃদয়ে স্থান করে নিয়েছেন তানভির তনু



দর্শক হৃদয়ে স্থান করে নিয়েছেন তানভির তনু


 ঢালিউড এর সম্ভাবনাময় মুখ তানভির তনু বর্তমানে  রাজু চৌধুরী পরিচালিত ‘এক মিনিট’ সিনেমার শুটিং এ ব্যাস্ত সময় পার করছেন। এতে তার বিপরীতে অভিনয় করছেন গ্লামার গার্ল নায়িকা শিরিন শিলা।
সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন নায়িকা চূড়ান্ত না হওয়া, সত্তরঞ্জন সাহার ‘আরও আগে কেন দেখা হল না’ সিনেমায়।
শান্তি চৌধুরী পরিচালিত ‘মায়ানগর’ সিনেমা দিয়ে চলচিত্রে অভিষেক ঘটে হালের সম্ভাবনাময়ী    এই তরুন নায়ক তানভির তনুর। সিনেমাটির শুটিং আপাতত স্থগিত আছে।
মালেক আফসারীর ‘ফুল এন্ড ফাইনাল’, শফিক হাসানের ‘স্বপ্নছোঁয়া’ যৌথ প্রযোজনার ছবি ‘রোমিও বনাম জুলিয়েট’ এবং সর্বশেষ ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত ‘গুন্ডা দ্যা টেররিস্ট’ সিনেমায় অনবদ্য অভিনয়ের কারনে খুব অল্প সময়ের মাঝে দর্শক হৃদয়ে স্থান করে নিয়েছেন হালের আলোচিত এই নায়ক। 

উল্লেখ্য যে, নড়াইল জেলার ছেলে তানভির তনু ২০১১ সালে মোস্তফা সরোয়ার ফারুকির নির্দেশনায় এবং গাজী মজিদ এর পরিচালনায় বাংলালিংক এর একটি বিজ্ঞাপনে কাজ করার মাধ্যমে মিডিয়ায় পদচারনা শুরু করেন।
এর পর একে একে কনকা টিভি, ভিওলা ওয়েল, প্রাণ হট টমেটো সস, ডেলসি লিচুসহ আরও কয়েকটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেন তানভীর। তবে সবচেয়ে বেশী আলোচনায় আসেন গত বছরের রোজার ঈদে ইফতার হাটঅনুষ্ঠানটি উপস্থাপনা করে

No comments:

Post a Comment