আগামীকাল শুরু হতে যাচ্ছে ‘ভালবাসা ডট কম’
আগামীকাল বুধবার সুটিং শুরু হতে যাচ্ছে বহুল
প্রতিক্ষিত সিনেমা ‘ভালবাসা ডট কম’। এই ছবিতে প্রথমবারের মত জুটি বেঁধে অভিনয় করতে
যাচ্ছে এ সময়ের আলোচিত, চকলেট বয় খ্যাত নায়ক
অভি এবং নতুন হিসেবে সবচেয়ে আলোচিত নায়িকা, বিজ্ঞাপন,মিউজিক ভিডিও,টেলিফিল্ম সব
ক্ষেত্রে যার পদচারনা নিঝুম রুবিনা।
ত্রিভুজ প্রেমের এই গল্পে আরও অভিনয় করছেন
নবাগত রাহা।
নিহাল মুভিজ প্রযোজিত মোহাম্মাদ আসলাম
পরিচালিত ছবিটির প্রথম লট এর শুটিং আগামীকাল
উত্তরার একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে শুরু হবে।
‘ভালবাসা ডট কম’ সম্পর্কে নায়ক অভি বিনোদন
প্রতিদিন কে জানান, অসম্ভব ভাল লাগার মত মিস্টি একটি ত্রিভুজ প্রেমের গল্প এটি।
আশা করি তরুন প্রজন্মের ভাললাগার মত একটি গল্প হবে ভালবাসা ডট কম।
উল্লেখ্য যে, অভি অভিনিত ছবিগুলো মুক্তির পর
থেকে অভির অভিনয় দারুনভাবে প্রশংসিত হয়েছে।
এবং নিঝুম রুবিনার সর্বশেষ মুক্তি
প্রাপ্ত ছবি ‘অনেক সাধনার পরে’ দারুন প্রশংসিত হয়েছে। গতকাল তিনি শেষ করেছেন ঈদের
বিশেষ টেলিফিল্ম ‘মানিব্যাগ’।যেখানে তিনি চিত্র নায়ক ইমনের বিপরীতে কাজ করেছেন।
No comments:
Post a Comment