লক্ষ পেরুলো নিঝুম-সুমিত
গত ১৮ই মার্চ দেশব্যাপী মুক্তি পেয়েছে শাহিন
সুমন পরিচালিত মৌলিক গল্পের মিষ্টি প্রেমের ছবি “মিয়া বিবি রাজি”। ছবিটিতে প্রথম
বারের মত জুটি বেধে অভিনয় করেছে শিরিন শিলা-সুমিত এবং নিঝুম রুবিনা।
মিষ্টি প্রেমের এই ছবিটি তে বেশ কিছু
রোমান্টিক গান রয়েছে। সম্প্রতি সিনেমার নিঝুম রুবিনা এবং সুমিত জুটির “আমার সুখ নাই” শীর্ষক গানটির ভিউয়ার লক্ষের ঘর
অতিক্রম করেছে। কোনাল এবং রাজিবের গাওয়া গানটিতে নিঝুম এবং সুমিতের অসাধারন
পারফর্মের কারনে দর্শকের আগ্রহ বেড়েই চলেছে।
এই রিপোর্ট লেখার আগ পর্যন্ত ভিউয়ার ছিল
১০৮২৩৪।
উল্লেখ্য যে নায়িকা নিঝুম রুবিনা সম্প্রতি
শেষ করেছেন মিনহাজ অভির পরিচালনায় ফেরদৌসের বিপরীতে “মেঘ কন্যা”। ২০ তারিখ থেকে
শুরু করতে যাচ্ছে রাহুল রৌশন এর পরিচালনায় শিপনের বিপরীতে নতুন একটি সিনেমার।
বিনোদন প্রতিদিনের পাঠকদের জন্য নীচে গানটির
ইউটিউব লিঙ্ক দেয়া হল।
No comments:
Post a Comment