Monday, April 11, 2016

শিপনের সঙ্গে নিঝুমের ভিন্নধর্মী ভালবাসা



শিপনের সঙ্গে নিঝুমের ভিন্নধর্মী ভালবাসা 


আগামী ২০ এপ্রিল থেকে সাভারে ডিপজলের বাড়িতে শুটিং শুরু হতে যাচ্ছে সফল বিজ্ঞাপন নির্মাতা রাহুল রৌশন পরিচালিত নাম ঠিক না হওয়া একটি সিনেমার। ছবিটিতে প্রথম বারের মত জুটি বেধে অভিনয় করবেন “দেশা” খ্যাত নায়ক শিপন এবং চিত্রনায়িকা নিঝুম রুবিনা।



ছবিটির কাহিনী সম্পর্কে পরিচালক রাহুল রৌশন জানান, সম্পূর্ণ ভিন্নধর্মী গল্প নিয়ে শুরু হতে যাচ্ছে আমার ছবিটি। দর্শক এমন ভিন্ন ধর্মী গল্প এর আগে খুবই কম দেখেছেন।

নায়িকা নিঝুম রুবিনা জানান, বলতে পারেন “মেঘকন্যা” সিনেমার পর এটা আমার আর একটা স্বপ্নের প্রোজেক্ট। শিপনের সাথে এটা আমার প্রথম ছবি হলেও আমাদের কেমিস্ট্রি টা খুব ভাল হবে। দর্শক খুব পছন্দ করবে।

ছবিটিতে শিপন-নিঝুম ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করবেন মিশা সওদাগর, সাদেক বাচ্চু, রেহানা জলি, কাবিলা,সুচরিতা, গুলশান আরা পপি, আমির সিরাজি, দুলারি সহ আরো অনেকে।

শিপন-নিঝুম জুটির প্রথম ছবিটির কাহিনী লিখেছেন মামুনুর রশিদ রোকন। আর পরিচালনার দায়িত্ব নিচ্ছেন নবাগত পরিচালক রাহুল রৌশন। নায়ক শিপন বর্তমানে “ঢাকা অ্যাটাক’’ ছবির শুটিং করতে দেশের বাইরে অবস্থান করছে অন্য দিকে নায়িকা নিঝুম সম্প্রতি শেষ করেছে তার সপ্নের সিনেমা “মেঘ কন্যা”। নায়ক ফেরদৌসের বিপরীতে নিঝুমের ছবিটি চলতি বছরেই মুক্তি পাবে।

No comments:

Post a Comment