Wednesday, May 24, 2017

সাগরের “হৃদয়ের আয়না”




সাগরের “হৃদয়ের আয়না” 


ইফাত ইয়াসিনঃ সুনিপুণ নির্মাতা মুসাফির খ্যাঁত পরিচালক আশিকুর রহমান তার নিজস্ব  প্রযোজনা প্রতিষ্ঠান থেকে একটি শর্ট ফিল্ম নির্মাণ এর ঘোষণা দিয়েছেন কয়েকদিন আগে। আজ পরিচয় করিয়ে দিয়েছেন শর্ট ফিল্মটির হিরো সাগর আহমেদ এর সাথে। নরসিংদীতে বেড়ে ওঠা সাগর আহমেদ এর ছোট বেলা থেকেই স্বপ্ন অভিনয় কে ঘিরে।

“শেষ চুম্বন” সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আসা সাগর আহমেদের সর্বশেষ মুক্তি প্রাপ্ত শর্ট ফিল্ম “রুপ”। টাইগার মিডিয়ার ব্যানারে নির্মিত ফিল্মটি ইতিমধ্যে বেশ সুনাম কুড়িয়েছে।

সাগর আহমেদ সম্পর্কে পরিচালক আশিকুর রহমান জানান, কঠিন পরিশ্রমী একটা ছেলে, তার নাম সাগর আহমেদ।  আনন্দের বিষয় হল, সে নিজেকে একজন অভিনয় শিল্পী হিসেবে গড়তে চায়, স্টার না। এই মুহূর্তে আমাদের ইন্ডাস্ট্রিতে আসলে এমন শিল্পীরই দরকার। শুভ কামনা রইল সাগর আহমেদের প্রতি। 

পরিচালকের নিজের গল্পে স্ক্রিপ্ট লিখেছেন মোসাব্বের হোসেন মুয়ীদ। সাইকোলজিক্যাল থ্রিলার, টিপ টপ রোমান্সের পাশে ভয়ংকর এক সাইকোপথের গল্প “হৃদয়ের আয়না”।

No comments:

Post a Comment