Thursday, April 13, 2017

বর্ষবরনে থিয়েটারের ৩ নাটকে মাশুক



বর্ষবরনে থিয়েটারের ৩ নাটকে মাশুক 




ইয়াসিন ইফাতঃ বাংলা নববর্ষ উপলক্ষে মহিলা সমিতিতে আগামীকাল ৩টি নাটক প্রদর্শিত হবে। আর ৩টি নাটকেই অংশ নিবেন উদীয়মান তরুন অভিনেতা মাশুক সিদ্দিক।

আগামীকাল বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ। ব্যপক উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হবে এবারের বাংলা নববর্ষ। দিনটি উপলক্ষে আগামীকাল মহিলা সমিতিতে সৈয়দ শামসুল হক এর “পায়ের আওয়াজ পাওয়া যায়”, মারুফ কবিরের “মায়ানদী” এবং আব্দুল্লাহ আল মামুন এর “মেরাজ ফকিরের মা” নামে ৩ টি নাটক প্রদর্শিত হবে। আর ৩টিতেই অংশ গ্রহণ করছেন মাশুক। প্রথম ২টিতে সরাসরি অভিনয় করলেও শেষটিতে থাকছেন সেটে কাজ করা নিয়ে।


নাটক ৩টি সম্পর্কে মাশুক সিদ্দিক জানান, একটু পেইন হবে হয়ত তবে এটা ভেবে 
ভাল লাগছে, অসম্ভব ভাল লাগার মত সব গুলো নাটক প্রদর্শিত হবে কাল। দর্শক খুব উপভোগ করবেন কাজ গুলোকে।

 উল্লেখ্য যে, দীর্ঘদিন ধরে মঞ্চে কাজ করা ছাড়াও মাশুক সিদ্দিক সর্বপ্রথম পর্দায় আসেন শিশু শিল্পী হিসেবে এন টিভির জনপ্রিয় অনুষ্ঠানশাপলা কুঁড়িএর উপস্থাপনার মাধ্যমে এর পরে মাই টিভিতে নব আনন্দে জাগোঅনুষ্ঠানের মাধ্যমে উপস্থাপনা শুরু করে। সাবলীল এবং শুদ্ধ বাংলা উচ্চারন আর নায়ক সুলভ চেহারাকে হাতিয়ার করে একে একে উপস্থাপনা করেছে বৈশাখী টিভি, মাই টিভি, চ্যানেল নাইন সহ বেশ কিছু বেসরকারী টিভি চ্যানলে। বর্তমানে হাতে রয়েছে দীপ্ত টিভির জনপ্রিয় কৃষি বিষয়ক অনুষ্ঠানদীপ্ত কৃষি”, বাংলা টিভিরইয়ারকি স্ট্রিটসহ বেশ কিছু কাজ


দীপ্ত টিভির উপস্থাপনায় ইতিমধ্যে বেশ সুনাম কুড়িয়েছে প্রতিভাবান এই উপস্থাপক।  থিয়েটার, বেইলী রোড এর একজন নিয়মিত মঞ্চ অভিনেতা মাশুক সিদ্দিক নাচে যথেষ্ট পারদর্শী এন টিভি তে আব্দুল্লাহ আল মামুন পরিচালিত নাটকএক জীবনেসহ বেশ কিছু নাটক করেও বেশ প্রশংসিত হয়েছেন মাশুক 

No comments:

Post a Comment