গ্রামীনফোন এবং লুকাস ব্যাটারির বিজ্ঞাপনে
চিত্রনায়ক আশিক
ইয়াসিন ইফাতঃ রাজধানীর কোকাকোলা স্টুডিও তে চলছে চিত্রনায়ক
আশিক চৌধুরী এবং গুনী অভিনেত্রী আফরোজা বানুর এক সাথে চিত্রায়িত গ্রামীন ফোনের নতুন একটি বিজ্ঞাপনের।
রান আউট প্রডাকশন এর ব্যানারে আদনান আল রাজিব
এর পরিচালনায় বিজ্ঞাপনটিতে মা-ছেলের ভুমিকায় অভিনয় করেছেন আশিক এবং আফরোজা বানু। আজ
সারাদিন চলবে নতুন এই বিজ্ঞাপনটির শুটিং।
চিত্রনায়ক আশিক জানান, আফরোজা ম্যাম এর সাথে
এটা আমার প্রথম কাজ না। এর আগে এশিয়ান টিভির “সেকেন্ড ইনিংস” এ আমার মায়ের চরিত্রে
অভিনয় করেছিলেন তিনি। অনেক গুণী একজন অভিনেত্রী ম্যাম। খুব হেল্পফুল একজন মানুষ।
আশা করি বিজ্ঞাপনে মা ছেলের ভুমিকায় দর্শক খুব তারাতারি আমাদেরকে দেখতে পাবেন।
গত সপ্তাহে আশিক চৌধুরী শেষ করেছেন আরো একটি
বিজ্ঞাপন এর কাজ। সেখানে ডাবল ক্যারেক্টারে অভিনয় করেছেন জনপ্রিয় এই অভিনেতা। ওয়াহিদ
তারিক এর পরিচালনায় লুকাস ব্যাটারীর একটি বিজ্ঞাপনে তিনি একটি বাবা এবং আর একটি
যুবক চরিত্রে অভিনয় করেছেন।
খুব তারাতারি বাংলাদেশের প্রায় সব টিভি
চ্যানেলে বিজ্ঞাপনগুলোর প্রচার শুরু হবে।
উল্লেখ্য যে, চিত্রনায়ক আশিক চৌধুরী এর আগে
ওয়ালটন মোবাইল, শরীফ মেলামাইন, পেপসোডেন্ট টুথ পাওডার, প্যারাসুট নারকেল তেল, টেলেগো
মোবাইল, রানার মোটরসাইকেল, পারটেক্স প্লাস্টিক সহ বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করেছেন।
No comments:
Post a Comment