একজন যুদ্ধশিশু জাহিদুল
ইয়াসিন ইফাতঃ গত ৬ অক্টোবর বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়িত হল “থিয়েটার ৫২” এর ১ম
প্রযোজিত নাটক “ নননপুরের মেলায় একজন কমলা সুন্দরী ও একটি বাঘ আসে”। বদরুজ্জামান
আলমগীর রচয়িত নাটকটিতে নির্দেশনা দিয়েছেন জয়িতা মহলানবীশ।
জাহিদুল ইসলাম নামে
এক যুদ্ধ শিশুকে কেন্দ্র করে গল্পের কাহিনী এগিয়ে যায়। গল্পটিতে বাংলার মিথ এবং মুক্তিযুদ্ধের
মিথস্ক্রিয়া ঘটানো হয়েছে। নাটকটির কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ যুদ্ধ শিশুর ভুমিকায়
অভিনয় করেন থিয়েটার বেইলী রোড এর নিয়মিত অভিনেতা নূরে খোদা মাসুক সিদ্দিক। উপস্থিত
দর্শক জানান, মাসুক জাহিদুল ইসলাম চরিত্র খুবই
ভাল ভাবে উপস্থাপন করেছেন । তার ডায়লগ, অভিনয় প্রক্ষেপন অন্যদের থেকে একদম আলাদা।
মাসুক ছাড়াও দাদী
চরিত্রে শিলু সুহাসিনি ও লুপ্পা চরিত্রে সঙ্গীতা চৌধুরী খুব ভাল করেছে। কমলা
সুন্দরী চরিত্রটি সঙ্গীতা চৌধুরীর জন্য খুব মানানসই ছিল। কাজ দেখেই বোঝা যায়
সঙ্গীতা-মাসুক উভয়ের নাচ এবং অভিনয়ে খুব ভাল প্রশিক্ষন আছে।
এছাড়াও প্রতিটা
অভিনেতাই তার সর্বোচ্চ টুকু দিয়ে কাজ করেছেন।
অকাল প্রয়াত
প্রাচ্যনাটের সদস্য রিংকন শিকদার এর “যাইবার আগে যাও বলে যাও...” গানটি নাটকে ব্যবহার
করা হয়েছে। সংগীত প্রক্ষেপন করেছেন আব্দুল্লাহ আল রুম্মান। কোরিগ্রাফার হিসেবে কাজ
করেছেন কামরুল হাসান, রবিন বসাক, মাসুক সিদ্দিক। নাটকের সমন্বয়ক ছিলেন মোঃ নজরুল
ইসলাম।
নাটকটির ২য় শো মঞ্চায়িত হবে আগামী ১২ ই অক্টোবর।
অভিনেতা মাসুক
বর্তমানে বিভিন্ন চ্যানেলে নাটক এবং নিয়মিত উপস্থাপনার কাজ করছে।
No comments:
Post a Comment