নিঝুমের “রিফ্লেকশন”
ইয়াসিন ইফাতঃ না কোন সিনেমার নাম নয়। আজ ১৫ ই নভেম্বর
সন্ধ্যা ৭টায় উদ্বোধন হতে যাচ্ছে চিত্র নায়িকা নিঝুম রুবিনার বিউটি পার্লার
“রিফ্লেকশন” এর ।
বর্তমান সময়ে ছেলেদের পাশাপাশি মেয়েরা ও সমান
তালে ব্যস্ত। আর এই ব্যস্ততার কারনে নিজের ত্বকের প্রতি যত্ন নেয়ার সময় টুকু থাকে
না। তাই নিজেকে সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য বেছে নিতে হয় পার্লারকে। আর এই
কথাটাকে মাথায় রেখেই পার্লার ব্যবসায় পা দিল সময়ের ব্যস্ত চিত্র নায়িকা নিঝুম
রুবিনা। সুনাম ধন্য মেকাপ আর্টিস্ট মনির হোসেন কে সাথে নিয়ে আজ গুলশানের নিকেতনের
‘বি’ ব্লকে উদ্বোধন হতে যাচ্ছে পার্লারটির।
পার্লার টির মান ভাল করার জন্য ইতিমধ্যে দক্ষ
কর্মী নিয়োগ শুরু হয়েছে। সাজতে পছন্দ এমন নারীরা এখন থেকে মান সম্মত বিউটি এন্ড
হেয়ার ট্রিটমেন্ট এর পাশাপাশি সাজতে পারবেন মনের মত করে।
উল্লেখ্য যে, চিত্র নায়িকা নিঝুম রুবিনা ২০০৮
সালে গ্রামীনফোনের বিজ্ঞাপনের মাধ্যমে মিডিয়াতে পা রাখেন। এর পরপর ই চুক্তি বদ্ধ
হন “কিস্তির জ্বালা” নামে একটি সিনেমায়। কিন্তু এই সিনেমার আগেই বড় পর্দায় আসেন
জাকির হোসেন রাজু পরিচালিত ‘এর বেশী ভালবাসা যায়না’ সিনেমা দিয়ে। এর পর একে একে
তার ৩ টি সিনেমা মুক্তি পায়। মুক্তির মিছিলে আছে ‘ভালবাসা ডট কম’ ‘মেঘকন্যা’ ‘জান
রে’ ইত্যাদি চলচ্চিত্র। এছাড়া খুব তারাতারি শুটিং
শুরু হচ্ছে ‘একটি অসমাপ্ত প্রেমের গল্প’ সিনেমার।
বিউটি পার্লার এর ভিতরে ইতিমধ্যে পৌঁছে গেছে আধুনিক সকল যন্ত্রপাতি।
No comments:
Post a Comment