Wednesday, August 17, 2016

সিনেমা মুক্তির আগে কারাগারে রোশান।


সিনেমা মুক্তির আগে কারাগারে রোশান।



ইয়াসিন ইফাতঃ আগামী ঈদ উল আযহায় মুক্তি পাবার কথা ছিল পরীমনি ও রোশান অভিনীত একশন ধর্মী চলচ্চিত্র “রক্ত”। কিন্তু কাজ শেষ না হওয়ায় আপাতত এই ঈদে মুক্তি পাচ্ছে না রক্ত।

এখন চলছে পুরোদমে শুটিং। গত মঙ্গলবার এফ ডি সি এর ১ নম্বর ফ্লোরে গিয়ে দেখা যায় এখানে চলছে থানার একটি দৃশ্যের শুটিং।

সাংবাদিক রোশান গোপনে ঢুকে পরে এক দুর্নীতিবাজ মেয়র এর আস্তানায় গোপনেই ভিডিও করতে থাকে তার অপকর্ম, পালিয়ে ও রেহাই পায়না ধরা পরে যায় মেয়রের লোকদের হাতে পরে কারাগারে।  


এরকম একটি দৃশ্যের শুটিং চলবে মঙ্গলবার ও বুধবার। পরিচালক ওয়াজেদ আলী সুমন এর পরিচালনায় যৌথ প্রযোজনার ছবিটিতে বাংলাদেশের রোশান-পরী ছাড়াও আরো অভিনয় করেছেন অমিত হাসান ।

জাজ মাল্টিমিডিয়া ও এস কে মুভিজের ব্যানারে ঈদের পরপর ই মুক্তি পাবে ছবিটি। 

No comments:

Post a Comment