তরিকের ইভটিজিং
গোপালগঞ্জের কাশিয়ানীতে বেড়ে ওঠা ছোট্ট ছেলে
তরিক মৃধা। ছোট বেলা থেকে সপ্ন দেখত একদিন নাম করা গায়ক হবে। তারই ধারাবাহিকতায়
একদিন সুযোগ চলে আসে এন টিভি আয়োজিত “গাহি সাম্যের গান’ প্রতিযোগিতায় অংশগ্রহনের। নিজ
যোগ্যতা বলে হাজার হাজার প্রতিযোগীকে পিছনে ফেলে অর্জন করে নেয় ২য় রানার্সআপ এর
ট্রফি।
তার পর আর বসে থাকতে হয়নি তরিক কে। একের পর এক স্টেজ প্রোগ্রাম করে খুব
অল্প সময়ে ই সাধারন মানুষের কাছ থেকে ভালবাসা আদায় করে নেয়। ২০১৪ সালে রিলিজ হয়
তার প্রথম একক অ্যালবাম ‘বাবা’। নতুন হিসেবে তখন
সবার কাছে ই প্রশংসিত হয় তার গান।
নায়ক সুলভ চেহারার কারনে এরপর গানের পাশাপাশি
প্রস্তাব আসতে থাকে মডেলিং এবং টিভিসি তে। কিন্তু জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় এর নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের এই সুদর্শন গায়কের পড়াশোনার চাপে তা আর করা হয়ে উঠছিল না এতোদিন।
তবে এবার সম্পূর্ণ নতুন ধারার একটি বিজ্ঞাপনের অফার পেয়ে এবার আর না করতে পারলনা।
ইভটিজিং এর উপর নির্মিত এই বিজ্ঞাপনে খুব
সাবলীল ভাবে ই অভিনয় করতে দেখা গেছে তাকে।
বিজ্ঞাপনটি এখন বাংলাদেশের সব চ্যানেলে
প্রচারিত হচ্ছে।
বিনোদন প্রতিদিন এর পাঠক দের জন্য নিচে
বিজ্ঞাপন টির ভিডিও লিঙ্ক দেয়া হল।
Thank u so much
ReplyDeleteYou are most welcome Tariq
Delete