সাকিব-পরীমনি একসাথে আসছে ১৪ ই আগস্ট
সাকিব-পরীমনি জুটির প্রথম ছবি ‘ধুমকেতু’ হলেও আগামী ১৪ ই আগস্ট বড় পর্দায় আসছে এস এ হক অলিক পরিচালিত ‘আরো
ভালোবাসবো তোমায়’ দিয়ে । ছবিটি ঈদে মুক্তি পাওয়ার কথা থাকলেও কারিগরি কারণে ছবি মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়। এই ছবির মধ্য দিয়েই প্রথমবারের মতো শাকিব খান ও পরীমনিকে বড় পর্দায় দেখতে পাবেন দর্শক।
পরিচালক বলেন, ‘অনেকদিন পর আমার ছবি মুক্তি পাচ্ছে। ইচ্ছে ছিল ঈদে ছবিটি মুক্তি দেওয়ার। এটাও ভালো হলো কারণ আগামী কোরবানির ঈদের আগে তেমন কোনো ছবি মুক্তি পাবে না। যে কারণে ভালো ছবি দেখার জন্য আর কোরবানির ঈদ পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে না। সেন্সর বোর্ডের সদস্যরা ছবি দেখে অনেক প্রশংসা করেছিলেন, দর্শকরাও ছবিটি দেখে প্রশংসা করবেন।’
‘আরো ভালোবাসবো তোমায়’ ছবির গল্পে দেখা যাবে, শাকিব খান বাস্তবের মতোই একজন সুপারস্টার। আর তাঁর ‘ভক্ত’ পরীমনি প্রেমে পড়েন শাকিব খানের। পরীমনির প্রেমে সাড়া দিয়ে সাকিব আর ভালবাসবেন পরীমনিকে।
ছবির সবকটি গানের কথা লিখেছেন এস এ হক অলিক। গানে কণ্ঠ দিয়েছেন হাবিব ওয়াহিদ, পড়শী, এস আই টুটুল, কোনাল, হৃদয় খান। নৃত্য পরিচালনায় আছেন মাসুম বাবুল ও জাকির।
ছবিটিতে আরো অভিনয় করেছেন চম্পা, সাদেক বাচ্চু, আফজাল শরীফ ও সোহেল রানা সহ বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা ববি ।
No comments:
Post a Comment