Sunday, July 26, 2015

মুক্তি পাচ্ছে ‘চুপি চুপি প্রেম’

মুক্তি পাচ্ছে  ‘চুপি চুপি প্রেম’



অবশেষে মুক্তি পাচ্ছে বহুল আলোচিত সিনেমা ‘চুপি চুপি প্রেম’।
মুস্তাফিজুর রহমান মানিক পরিচালিত কমেডি ধাচের এই সিনেমাটিতে প্রথম বারের মত জুটি বেধে অভিনয় করেছেন সায়মন, সূর্যরাজ ও প্রিয়ন্তি।
নির্মাতা সুত্রে জানা যায়
চলতি বছরের ৬ই নভেম্বর দেশব্যপী মুক্তি দেয়া হবে সিনেমাটি।

ড্রিমস ইন্টারন্যাশানাল ব্যানারে নির্মিত রিপন চৌধুরী প্রযোজিত ‘চুপি চুপি প্রেম’ ছবিটি তে আরও অভিনয় করেছেন  মিশা সওদাগর, আলীরাজ, শিমুল খান, রেহানা জলি, অঞ্জলী, রিপন সহ আরও  অনেকে


উল্লেখ্য যে, ছবিটি ‘ইটিশ পিটিশ প্রেম’ নামে কাজ শুরু করলে ও পরবর্তীতে সেন্সর এর আপত্তির কারনে ‘চুপি চুপি প্রেম’ নাম নির্ধারণ করা হয়।

No comments:

Post a Comment