শেষ পর্যায়ে 'একটু চাওয়া'
প্রযোজনা প্রতিষ্ঠান ‘টেন
স্টার ফিল্ম’ এর ব্যনারে নির্মিত প্রথম ছবি হতে যাচ্ছে ‘একটু চাওয়া’ পরিচালক কাশেম
মণ্ডল এর পরিচালনায় ছবিটিতে জুটি বেধে অভিনয় করতে যাচ্ছে নবাগত রাতুল ও তামান্না।
![]() |
নবাগত রাতুল ও তামান্না |
ছবির গল্পে দেখা যাবে বিশ্ববিদ্যালয়
জীবনের প্রথমদিনের
ক্লাসে যায়
রাতুল।
সেদিনেই ক্লাসের
একটি মেয়েকে
দেখে তার
ভীষন পছন্দ
হয়ে যায়। সে মেয়েটির নাম
তামান্না।
সে ভালো
লাগা থেকে
রাতুলের মনে
এক আজানা
ভালোবাসার অনুভূতি হয়। মেয়েটিকে
ভালোবেসে সে
জীবনের সবকিছু
ত্যাগ করতে
পারে! একটি
সময় মেয়েটিকে
না পাওয়ার
কষ্ট থেকে
নিজের চোখ
অন্ধ করে
ফেলে।
তখন মেয়েটি
রাতুলকে বিয়ে
করতে রাজী
হয়।তার আগে তামান্নার
জীবনে ঘটে যায় জীবনের
এক
অন্ধকার অধ্যায়।
যা
কাউকে কোন দিনও বলতে
পারবেন না তামান্না। ঘটনার এক
পর্যায়ে ছেলে বাবাকে হত্যা
করে।
চলতি বছরের প্রথম
দিকে শুরু হয়ে মাঝে একটু বিরতি দিয়ে এখন শেষ দিকের শুটিং চলছে ‘একটু চাওয়া’ ছবিটির।
উল্লেখ্য যে, ছবিটি
রাতুল ও তামান্নার প্রথম ছবি হলেও পরিচালক কাশেম মণ্ডল এর আগে নির্মাণ করেছেন ‘ক্ষণিকের
ভালবাসা’ নামে একটি ছবি। তা ছাড়াও তিনি ‘ধুম’ ও ‘ ‘প্রেম রোগ’ নামে দুটি সিনেমা
করার ঘোষণা দিয়েছেন। দুটি সিনেমা ই প্রযোজনা করবে ‘টেন স্টার ফিল্ম’
No comments:
Post a Comment