অপেক্ষা শেষ করে আরো ভালবাসবেন সাকিব-পরী
ইয়াসিন ইফাতঃ আগামীকাল ১৪ ই আগস্ট সারা দেশ ব্যাপী মুক্তি পেতে যাচ্ছে
বহুল আলোচিত ও বহুল প্রতিক্ষিত ছবি ‘আরো ভালবাসবো তোমায়’ সফল ও গুণী নির্মাতা এস এ
হক অলিক এর পরিচালনায় ছবিটিতে প্রথম বারের মত জুটি বেধে আসছে বর্তমান ঢালিউড কিং
খ্যাত সুপারস্টার নায়ক সাকিব খান এবং নায়িকা হিসেবে হল মালিকদের প্রথম আস্থার
প্রতিক গ্লামার গার্ল নায়িকা পরীমনি।
‘আরো ভালবাসবো তোমায়’ ছবিটি গত ঈদে মুক্তি পাবার কথা
থাকলে ও কারিগরি ত্রুটির কারনে তখন ছবিটি মুক্তি দেয়নি প্রযোজনা প্রতিষ্ঠান
‘তানজীব ফিল্মস’
আগামীকাল দেশব্যাপী ৯১ টি সিনেমা হল এ মুক্তি পাবে ‘আরো ভালবাসবো তোমায়’। প্রেম ও
ভালবাসার এক মৌলিক ও মিষ্টি গল্প ‘আরো ভালবাসবো তোমায়’ যেখানে পারিবারিক সম্পর্ক আর আবেগের চিত্র
ফুটে উঠেছে।
ছবিটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন চম্পা, সোহেল
রানা, সাদেক বাচ্চু, আফজাল শরীফ সহ আরও অনেকে। ছবিটির একটি গান লিখেছেন কবির বকুল
তা ছাড়া বাকি চারটি গান ই লিখেছেন পরিচালক এস এ হক অলিক। হাবীব, হৃদয় খান এবং ইমন
সাহা এর সংগীত পরিচালনায় গান গুলো তে কণ্ঠ দিয়েছেন এস আই টুটুল, হাবীব, হৃদয় খান,
ইমরান, পড়শি, কোনাল, কিশোর ও লেমিস
No comments:
Post a Comment