Sunday, August 30, 2015

ভালবাসা দিবসে ভালবাসার ছবি


ভালবাসা দিবসে ভালবাসার ছবি





ইফাত ইয়াসিনঃ তরুন নির্মাতা কাশেম মণ্ডল সামনের ভালবাসা দিবস কে সামনে রেখে নির্মাণ করছে এক মিষ্টি প্রেমের অপূর্ব গল্পের ছবি ‘একটু চাওয়া’ । এক ঝাক নতুন মুখ নিয়ে নির্মিত এই চলচ্চিত্রে জুটি বেধে অভিনয় করছে নবাগত ও সম্ভাবনাময় জুটি রাতুল ও তামান্না।

টেন স্টার ফিল্মস এর ব্যানারে নির্মিত চলচ্চিত্র ‘একটু চাওয়া’ পরিচালক অতি যত্নে একটু একটু করে নির্মাণ করে এখন প্রায় শেষ পর্যায়ের শুটিং চলছে।

গতকাল উত্তরার দিয়া বাড়ীতে এ ছবিটির একটি ফাইট দৃশ্যর চিত্রায়ন সম্পন্ন হয়।
ফাইটিং এ অংশগ্রহন করেন নায়ক রাতুল। এ সময় নায়িকা তামান্না সহ ছবির অন্যান্য কলাকুশলীরা উপস্থিত ছিলেন।


উল্লেখ্য যে ‘একটু চাওয়া’ ছবিটি রাতুল তামান্নার প্রথম ছবি হলে ও পরিচালক কাশেম মণ্ডল এর আগে জয় ও শিরিন শীলা কে নিয়ে নির্মাণ করেছে ‘ক্ষণিকের ভালবাসা’ নামে একটি সিনেমা।

No comments:

Post a Comment