লজ্জা ভুলে আগামীকাল কি করবেন জলি?
আগামীকাল বৃহস্পতি বার শুরু হতে যাচ্ছে নতুন
নায়িকা জলি অভিনীত প্রথম সিনেমা ‘অঙ্গার’ এর শুটিং। তাই আগামীকাল ই লজ্জা ভুলে
প্রথমবার ক্যমেরার সামনে দাঁড়াবেন জলি।
বাংলাদেশের সুনাম ধন্য চলচ্চিত্র নির্মাতা
প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার আবিষ্কার নায়িকা জলি এর আগে অভিনয় না করলেও অভিনয়ের জন্য
তিনি সম্প্রতি কলকাতায় প্রথমে ১মাস এবং
পরবর্তীতে ১ সপ্তাহেরর গ্রুমিং এ অংশগ্রহন করেন।
ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় ‘অঙ্গার’
সিনেমাটিতে জলির বিপরীতে অভিনয় করছেন ওপার বাংলার জনপ্রিয় নায়ক ওম। ছবিটি বাংলাদেশের
জাজ মাল্টিমিডিয়ার সাথে যৌথ ভাবে প্রযোজনা করছে ভারতের এস কে মুভিজ।
সবকিছু ঠিক থাকলে আগামীকাল ই ক্যামেরার সামনে
দাঁড়াবেন লাস্যময়ী এই নতুন নায়িকা।
আগামীকাল ছবিটির শুটিং শুরু হলে ও আজ সন্ধ্যায়
এফডিসির ৭নং ফ্লোরে চিত্রনায়ক আলমগীর ও রুনা লায়লার উপস্থিতি তে ছবিটির মহরত হবার
কথা রয়েছে।
উল্লেখ্য যে, নায়িকা জলি ‘অঙ্গার’ ছাড়াও জাজ
এর ‘নিয়তি’ নামে আরেফিন শুভ এর বিপরীতে আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন।
No comments:
Post a Comment