পরীর নতুন রুপ।।
স্যান্ডালিনা
স্যান্ডাল সোপ'র বিজ্ঞাপনে আলোচিত অভিনেত্রী পরীমণিকে এবার দেখা
যাবে একটু ভিন্নভাবে অর্থাৎ গতানুগতিক
নায়কের বিপরীতে নায়িকা হিসেবে নয়, দেখা যাবে বিজ্ঞাপনের মডেল হিসেবে।
নায়কের বিপরীতে নায়িকা হিসেবে নয়, দেখা যাবে বিজ্ঞাপনের মডেল হিসেবে।
বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করেছেন সৈনক মিত্র। ২৮ মে এ বিজ্ঞাপনচিত্রের শুটিং শেষে দেশে
ফিরেছন পরী। টালিগঞ্জেরে টেকনিক্যাল স্টুডিওতে দুদিন এ বিজ্ঞাপনচিত্রের দৃশ্যধারণ
করা হয়।
আগে স্যান্ডালিনা সোপের মডেল ছিলেন জয়া আহসান।
প্রথমবারের মত মডেল হলেন পরীমনি ।
এ প্রসঙ্গে পরীমনি বলেন, জয়া আপার পর আমি সুযোগটি পেলাম, এজন্য খুব ভালো লাগছে। তাছাড়া প্রথমবারের মত কলকাতায় আমি কোন শুটিংয়ে
অংশ নিলাম। নতুন একটা এক্সপেরিয়েন্স
হয়েছে।
তবে কাজটা অনেক
এনজয় করে করেছি।একটু কষ্টো হয়েছে বটে, কারণ বিজ্ঞাপনে সব একবারেই করতে হয়, এখানে পরে শুট করার কোন সুযোগ থাকে
না। তাই একটু চাপ নিয়ে কাজটি
করতে হয়েছে। বিজ্ঞাপনটি সবার ভালো লাগবে বলে আশা করছি। পাশাপাশি সেখানে আমি আইপিএল-এর ফাইনাল খেলাও
মাঠে গিয়ে দেখেছি।
এ দিকে পরীমনি অভিনীত আগামী ঈদে এস এ হক অলীক পরিচালিত ‘আরো ভালবাসবো তোমায়’ ছবিটি সবকিছু ঠিক থাকলে মুক্তির সম্ভাবনা রয়েছে। এ ছবিতে পরিমনির নায়ক হিসেবে রয়েছেন শাকিব খান।
খুব সুন্দর । অ-সা-ধা-র-ন। অনেক ভাল লাগল ।আপনার চমৎকার পোস্ট এর জন্য অসংখ্য ধন্যবাদ। । আশা করি এইরকম পোস্ট আর পাব। সময় থাকলে আমার এই online shopping store in bangladesh সাইটে ঘুরে আস্তে পারেন।
ReplyDeletevery nice.... I like this very much. Please see the link
ReplyDeletehttp://www.beautytricksforever.blogspot.com
http://www.forestlifeofbangladesh.blogspot.com
http://www.techeducationinfo.blogspot.com
thanks again